বরই পাতা দিয়ে লাশ গোসল দেয়া

ইসলামী জিন্দেগীমৃত্যু ও আনুষঙ্গিক২২ ফেব, ২১

প্রশ্ন

মৃত্যুর পর লাশকে গোসল দেয়ার জন্য বরই পাতা ব্যবহার করা হয় কেন?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হযরত উম্মে আতিয়্যা e হতে বর্ণিত আছে যে, হুজুর c -এর কন্যা যয়নব e -এর মৃত্যুর পর হুজুর c কিছু মহিলাকে ‍হুকুম করলেন, তোমরা তাকে গোসল করাও, তিনবার অথবা পাঁচবার অর্থাৎ বেজোড় সংখ্যায় শরীরে পানি ঢালবে এবং তাকে বরই পাতা মিশ্রিত গরম পানি দ্বারা গোসল দিবে।

বরই পাতার দ্বারা গরমকৃত পানি দিয়ে মৃত ব্যক্তিকে গোসল করানো মুস্তাহাব। এর দ্বারা উপকার হচ্ছে- এর দ্বারা ময়লা দূর হয় এবং মৃত ব্যক্তির লাশ দেরীতে নষ্ট হয়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • তিরমিযী শরীফ, খন্ড: , পৃষ্ঠা: ১৯৩
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ১৯৬
  • বাদায়িউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৩০১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১