ফ্রি পণ্য আয়ত্তে না থাকলে মূল পণ্য থেকে মূল্য-হ্রাস করা

মাসিক আল কাউসারবাবসা বানিজ্য১৫ মার্চ, ২১

প্রশ্ন

অনেক কোম্পানি এমন আছে, যারা তাদের পণ্যের সাথে রুমাল, কলম ইত্যাদি ফ্রি দিয়ে থাকে। আমি এমন একটি কোম্পানির একটি লুঙ্গি কিনেছিলাম, যারা লুঙ্গির সাথে রুমাল ফ্রি দিয়ে থাকে। কিন্তু আমি যখন খরিদ করি তখন লুঙ্গির সঙ্গে রুমাল ছিল না। তাই রুমালের মূল্য বাবদ কিছু টাকা কম দিয়ে লুঙ্গিটি কিনে আনি। জানার বিষয় এই যে, বিক্রেতাকে রুমালের টাকা না দেওয়া ঠিক হয়েছে কি না। জানিয়ে বাধিত করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, রুমাল বাবদ কিছু টাকা কম দেওয়া বৈধ হয়েছে। কারণ প্রশ্নোক্ত ক্ষেত্রে মূলত লুঙ্গি এবং রুমাল উভয়টিই আপনার ক্রয়কৃত পণ্য। তাই রুমাল না পাওয়ার কারণে সে বাবদ মূল্য কম দেওয়া জায়েয।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১২০
  • হেদায়া, খন্ড: , পৃষ্ঠা: ৭৫
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৮৪
  • মাজমাউল আনহুর, খন্ড: , পৃষ্ঠা: ১১৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৫ মার্চ, ২১