ফিদিয়া এক বা একাধিক জনকে দেয়া যাবে কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসরোজা১৬ মে, ২১

প্রশ্ন

আমার শাশুরী অনেক বয়স্ক অসুস্থতার জন্য রোজা রাখা সম্ভব হচ্ছে না এবং পরেও রাখা সম্ভব নয়। এমতা অবস্থায় ৩০ দিনের ফিদিয়ার টাকা একজন বা বহুজনকে দেয়া যাবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

একজনকেও দেয়া যায়, বা একাধিক ব্যক্তিকেও দেয়া যাবে। তবে একজনকে এক রোযার ফিদিয়ার মূল্য থেকে কম দেয়া যাবে না। বরং এক ফিদিয়ার পূর্ণ দিতে হবে। উদাহরণতঃ প্রতি রোযার ফিদিয়া যদি হয়, ৬৫ টাকা। তাহলে একজনকে কমপক্ষে ৬৫ টাকা দিতে হবে। এর চেয়ে কম দেয়া যাবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • الدر المختار مع رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৫৩২
  • الفتاوى الهندية, খন্ড: , পৃষ্ঠা: ১২৫
  • الدر المختار مع رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৫৩৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৬ মে, ২১