ফরজ নামাযের দ্বিতীয় রাকাতে সূরা মিলাতে ভুলে গেলে তৃতীয় রাকাতে মিলিয়ে নেওয়া

মাসিক আল কাউসারনামায৫ এপ্রিল, ২১

প্রশ্ন

যোহরের নামায কোনো কারণবশত একাকী আদায় করছিলাম। দ্বিতীয় রাকাতে ভুলবশত সূরা ফাতেহার পর অন্য সূরা মিলাইনি। তাই তৃতীয় রাকাতে সূরা ফাতেহার পর অন্য সূরা পড়ে নিয়েছি। যেহেতু আমি দ্বিতীয় রাকাতের ক্ষতি তৃতীয় রাকাতে পূরণ করে নিয়েছি তাই সিজদায়ে সাহু করিনি। কাজটি কি সঠিক হয়েছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ক্ষেত্রে দ্বিতীয় রাকাতে সূরা না পড়ার কারণে সাহু সিজদা ওয়াজিব হয়েছে। তৃতীয় রাকাতে সূরা পড়ার দ্বারা ঐ ক্ষতি পূর্ণ হয়নি। ক্ষতিপূরণের জন্য সাহু সিজদা জরুরি ছিল। যেহেতু আপনি সাহু সিজদা করেননি তাই ঐ নামায পুনরায় পড়ে নেওয়া জরুরি।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মারাকিল ফালাহ, পৃষ্ঠা: ১৩৫
  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ২৯৫
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭১
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৫৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১