ফরজ নামাযের তৃতীয় ও চতুর্থ রাকাতে ভুলে সূরা মিলিয়ে ফেললে হুকুম কী

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসনামায১৬ মে, ২১

প্রশ্ন

আমি যতদূর জানি ফরয নামাজের তৃতীয় বা চতুর্থ রাকায়াতে ভুলক্রমে সূরা মিলিয়ে ফেললে সিজদাহ সাহু ওয়াজিব হয়। প্রশ্ন হচ্ছে যদি ভুলক্রমে তিন আয়াতের কম বা এক আয়াত বা বিসমিল্লাহির রাহমানির রাহিম পরে ফেলা হয় তাহলেও কি সিজদাহ সাহু করতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনার জানা কথাটি সঠিক নয়। ফরজ নামাযের তৃতীয় বা চতুর্থ রাকাতে ভুলক্রমে সূরা মিলালে সেজদায়ে সাহু আবশ্যক হয় না। ইচ্ছেকৃতভাবে সূরা মিলানো মাকরূহে তানজিহী। কারণ এটি খেলাফে সুন্নত পদ্ধতি। কিন্তু তবুও নামাযে কোন সমস্যা হবে না। আর ভুলক্রমে মিলালে মাকরূহে তানজিহীও হবে না। সেই সাথে সেজদায়ে সাহুও আবশ্যক হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৪৫৯
  • البحر الرائق, খন্ড: , পৃষ্ঠা: ৯৪
  • الفتاوى التاتارخانية, খন্ড: , পৃষ্ঠা: ৭১৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৬ মে, ২১