ফরজ নামাজের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা মিলালে করণীয়

মাসিক আল কাউসারনামায২ মার্চ, ২১

প্রশ্ন

আমি আসরের নামায পড়ছিলাম। ভুলে এবং সাহু সিজদা করেছি এই মনে করে যে, আমার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে। পরে জানতে পারি যে, আমার উপর সাহু সিজদা ওয়াজিব হয়নি। এখন আমার নামাযের হুকুম কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ফরজ নামাজের তৃতীয় বা চতুর্থ রাকাতে সূরা ফাতিহার পর সূরা মিলালে সিজদায়ে সাহু ওয়াজিব হয় না। বিনা কারণে সাহু সিজদা দেওয়াটা মাকরূহ হয়েছে। তবে নামায আদায় হয়ে গেছে। ঐ নামায পুনরায় পড়তে হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৬১
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭৪৩
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৫৯৯
  • হাশিয়া তাহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা: ২৫৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২ মার্চ, ২১