ফরজ নামাজের তৃতীয় ও চতুর্থ রাকাতে উচ্চস্বরে ক্বিরাত পড়া

মাসিক আল কাউসারনামায২ মার্চ, ২১

প্রশ্ন

জনৈক ইমাম সাহেব চার রাকাতবিশিষ্ট নামাযের তৃতীয় রাকাতে ভুলে আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন পর্যন্ত উচ্চস্বরে পড়ে ফেলেন। এতে কি তার উপর সাহু সিজদা ওয়াজিব হয়েছে? কতটুকু উচ্চস্বরে পড়লে সাহু সিজদা ওয়াজিব হয়?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

চার রাকাতবিশিষ্ট ফরয নামাযের শেষের দুই রাকাতে কেরাত আস্তে পড়া ওয়াজিব। একাকি পড়া হোক কিংবা জামাতে। অতএব তাতে ছোট তিন আয়াত বা বড় এক আয়াত পরিমাণ জোরে পড়লে সিজদায়ে সাহু ওয়াজিব হবে। প্রশ্নোক্ত নামাযে যেহেতু মাত্র ছোট একটি আয়াত উচ্চস্বরে পড়া হয়েছে তাই এক্ষেত্রে সিজদায়ে সাহু ওয়াজিব হয়নি।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩০২
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৯
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৭১৯
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৪৪০
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৯৪
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১২৮
  • হাশিয়া তাহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা: ২৫১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২ মার্চ, ২১