ফরজ গোসলে নাকে পানি দিতে ভুলে গেলে

মাসিক আল কাউসারপবিত্রতা২৪ ফেব, ২১

প্রশ্ন

এক ব্যক্তির ফরয গোসল শেষ হওয়ার পর মনে পড়ল যে, সে নাকে পানি পৌঁছায়নি। এ অবস্থায় কি সে পুনরায় শুরু থেকে গোসল করবে না শুধু নাকে পানি দেওয়াই যথেষ্ট হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ক্ষেত্রে শুধু নাকে পানি দেওয়াই যথেষ্ট। পুনরায় গোসল করতে হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • মুসান্নাফে ইবনে আবি শায়বা, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৪
  • ইলাউস সুনান, খন্ড: , পৃষ্ঠা: ২১৬
  • শরহুল মুনয়া, পৃষ্ঠা: ৫০
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা:

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১