ফতোয়ার কার্যকারিতা

ইসলামী জিন্দেগীসভ্যতা ও সংস্কৃতি৪ ফেব, ২১

প্রশ্ন

ফতোয়ার কাজ কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কোন দেশে যদি রাষ্ট্রীয়ভাবে ইসলামী শাসন না থাকে তাহলে সে ক্ষেত্রে ফাতাওয়ার কার্যকারিতা নির্ভর করবে পরিস্হিতির উপর। এর বাস্তবায়নের জন্য জনগনকে মুফতীরা বাধ্য করবেন না। এমতাবস্হায় জনগণ তা গ্রহণ করে নিলে আলহামদুলিল্লাহ। যেমন- দারুল হরবেও শাহ আব্দুল আযীয i -এর ফাতাওয়া স্বতঃস্ফূর্তভাবে জনসাধারণ মেনে নিয়েছিলেন।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৪ ফেব, ২১