প্রাপ্ত বয়স্ক নও মুসলিমদের খৎনা

মাসিক আল কাউসারবিবিধ১৩ মে, ২১

প্রশ্ন

আমি একজন নও মুসলিম। কিছুদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আমার বয়স ২২ বছর। আমার খতনা করা লাগবে কি না? আর খতনা করা লাগলে খতনাকারীর সামনে সতর খোলা জায়েয হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

খতনা গুরুত্বপূর্ণ সুন্নত। এটি ইসলামের একটি শিআর তথা প্রতীক। হযরত আবু হুরায়রা e থেকে বর্ণিত রাসূলুল্লাহ c বলেছেন, পাঁচটি বিষয় ফিতরাত তথা ইসলামের স্বভাবজাত বিধানাবলির অন্তর্ভুক্ত। (তার একটি হল) খতনা করা। -সহীহ বুখারী, হাদীসঃ ৫৮৮৯

সুতরাং আপনার জন্য খতনা করা আবশ্যক। আর এ উদ্দেশ্যে সতরের যতটুকু অনাবৃত করার প্রয়োজন তাও জায়েয হবে। এতে গুনাহ হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৭১৫
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: ১৮, পৃষ্ঠা: ২০৭
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩২৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মে, ২১