প্রাণীর ছবি ব্যতীত চিত্রাংকন

মাসিক আল কাউসারসভ্যতা ও সংস্কৃতি১৩ মার্চ, ২১

প্রশ্ন

আমার এক বন্ধু আছে। সে মেঘমালা, গাছপালা, নদী-নালা ইত্যাদি প্রাকৃতিক দৃশ্য আর্ট করে। এমনিভাবে বিভিন্ন আল্পনা ও নকশা তৈরি করে। তবে সে প্রাণীর ছবি আঁকে না। জানার বিষয় এই যে, প্রাণীর ছবিমুক্ত এ ধরনের চিত্রাঙ্কন করা বা এগুলো ঘরে সাজিয়ে রাখার শরঈ বিধান কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রাণীর ছবি অঙ্কন করা নাজায়েয। কিন্তু গাছ-তরুলতা ও প্রাণীর ছবিমুক্ত প্রাকৃতিক দৃশ্যাবলি আঁকা নাজায়েয নয়। এ ধরনের চিত্র ঘরে সাজিয়ে রাখাও বৈধ।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ মুসলিম, খন্ড: , পৃষ্ঠা: ২০২
  • শরহে মুসলিম নববী, খন্ড: , পৃষ্ঠা: ২০১
  • তাকমিলা ফাতহুল মুলহিম, খন্ড: , পৃষ্ঠা: ১৬৫
  • মুসান্নাফ আবদুর রাযযাক, খন্ড: ১০, পৃষ্ঠা: ৪০০
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৩০৫
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৭
  • আল মুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৮৮
  • আলমুগনী ইবনে কুদামা, খন্ড: ১০, পৃষ্ঠা: ১৯৯
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৬৪৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মার্চ, ২১