প্রতিদিন নফল নামায পড়ার মান্নত করা

মাসিক আল কাউসারকসম-মান্নত৫ এপ্রিল, ২১

প্রশ্ন

জনৈক ব্যক্তি মান্নত করেছে, পরীক্ষায় পাশ করলে আজীবন দৈনিক দু রাকাত নফল নামায আদায় করবে। এখন পরীক্ষায় পাশ করার পর জানতে চাচ্ছে, প্রতিদিন দু রাকাত নফল নামায পড়া কি তার জন্য জরুরি? নামায না পড়ে কাফফারা দিলে কি যথেষ্ট হবে? দ্রুত জানতে আগ্রহী।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রতিদিন মান্নতের দুই রাকাত নামায পড়া জরুরি। কাফফারা দেওয়া যথেষ্ট হবে না। অসুস্থতা বা কোনো কারণে কোনে দিন ছুটে গেলে ঐ নামায কাযা করে নিতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩৫১
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২৪১
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৯৫
  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৫৫৬
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১