প্রচন্ড শীতে টাখনুর নিচে জামা পরিধান করা যাবে কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয১১ মে, ২১

প্রশ্ন

চীনে শীতকালে ০ ডিগ্রীর নিচে যখন ঠান্ডা পরে তখন পেন্ট টাখনুর উপর রাখলে নিচ দিয়ে ঠান্ডা আসে। এই সময় কি আমি কাপড় টাখনুর নিচে পরিধান করতে পারব?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না, তখনো পারবে না। কারণ এর সমাধান জায়েজ পদ্ধতিতে করা সম্ভব। সেটি হল, মোটা মোজা বা চামড়ার মোজা পরিধান করা। যেহেতু ঠান্ডা থেকে বাঁচার বিকল্প ব্যবস্থা আছে, সেখানে নিষিদ্ধ কাজ করার কোন প্রয়োজন নেই। তবে যদি কোথাও বিকল্প ব্যবস্থা না থাকে, আর ঠান্ডার কারণে পা জমে যাওয়া বা মারাত্মক অসুস্থ্য হয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে টাখনুর নিচে জামা পরিধান জায়েজ হবে তীব্র প্রয়োজন নিষিদ্ধ বস্তু হালাল করে দেয় মূলনীতির ভিত্তিতে। যখনি তীব্র প্রয়োজনটি দূরিভূত হয়ে যাবে, তখনি আবার তা হারাম হওয়াতে ফিরে আসবে। عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَال: «مَا أَسْفَلَ مِنَ الكَعْبَيْنِ مِنَ الإِزَارِ فَفِي النَّارِ» • হযরত আবূ হুরায়রা e থেকে বর্ণিত। রাসূল c ইরশাদ করেছেন, টাখনুর নিচের যে অংশ পায়জামা বা লুঙ্গী দ্বারা ঢাকা থাকে তা জাহান্নামে যাবে। -সহীহ বুখারী, হাদীস নং-৫৭৮৭, ৫৪৫০; সুনানে নাসায়ী, হাদীস নং-৫৩৩১ فَمَنِ اضْطُرَّ غَيْرَ بَاغٍ وَلَا عَادٍ فَلَا إِثْمَ عَلَيْهِ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ • তবে যে ব্যক্তি অপারগ হয়ে পড়ে বিদ্রোহীমনস্কতা এবং সীমালঙ্ঘণের মানসিকতা ব্যতিত, তাহলে তার উপর কোন গোনাহ নেই। নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল ও দয়ালু। -সূরা বাকারা-১৭৩ الضرورات تبيح الْمَحْظُورَات • প্রচন্ড প্রয়োজন নিষিদ্ধ বস্তুকে হালাল করে দেয়। -শরহু কাওয়ায়িদিল ফিক্বহিয়্যাহ লিজযারক্বা, কায়দা নং-২০

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১১ মে, ২১