পূর্ববর্তী বছরের অনাদায়কৃত কোরবানী পরবর্তী বছর আদায় করলে হবে কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসকুরবানী ও আকিকা১৬ মে, ২১

প্রশ্ন

কেহ যদি কাযা কুরবানি দেয় (যেমন গত বৎসর খাম খেয়ালি করে কুরবানি দেয় নাই। এবার উহা কাযা হিসাবে আদায় করছে) তবে উহার গোশত কি খেতে পারবে? কেহ কেহ বলেন যে, পুরোটুকুই না কি সদকা করে দিতে হবে! আর কাযা কুরবানি কি কুরবানির সময়েই দিতে হবে নাকি বৎসরের যে কোন সময়ে আদায় করা যাবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যে ব্যক্তির উপর কুরবানী ওয়াজিব। তিনি যদি তা কুরবানীর দিনসমূহে আদায় না করে থাকেন, তাহলে উক্ত ব্যক্তির উপর আবশ্যক হল, একটি মধ্যম ধরণের বকরীর মূল্য পরিমাণ টাকা দান করে দেয়া। পরবর্তী বছর কুরবানী করার দ্বারা উক্ত কাযা আদায় হবে না। বরং বকরীর মূল্য সদকা করার দ্বারাই কেবল কাযা আদায় হবে। -ফাতাওয়া মাহমূদিয়া-২৬/৩৪৭

- والله اعلم باالصواب -

সূত্র

  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৫
  • الفتاوى الهندية, খন্ড: , পৃষ্ঠা: ২৯৫
  • بدائع الصنائع, খন্ড: , পৃষ্ঠা: ২০৩
  • البحر الرائق, খন্ড: , পৃষ্ঠা: ৩১৮
  • فتح القدير, খন্ড: , পৃষ্ঠা: ৫২১
  • رد المحتار, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৩
  • خانية على هامش الهندية, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৬
  • التاتارخانية, খন্ড: ১৭, পৃষ্ঠা: ৪২৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৬ মে, ২১