পুরুষের জন্য হীরার আংটি ব্যবহার

মাসিক আল কাউসারজায়েয-নাজায়েয২৭ ফেব, ২১

প্রশ্ন

আমার এক বন্ধু একটি রোপার আংটি দিয়েছে যার উপর হীরার পাথর লাগানো আছে। আমর জানার বিষয় হল, পুরুষের জন্য কি হীরার ঐ আংটি ব্যবহার করা জায়েয আছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, হীরার পাথর বিশিষ্ট রোপার আংটি ব্যবহার করা পুরুষের জন্যও জায়েয।

- والله اعلم باالصواب -

সূত্র

  • জামে তিরমিযী, খন্ড: , পৃষ্ঠা: ২১৮
  • আলজামিউস সগীর, পৃষ্ঠা: ৪৭৭
  • হিদায়া (ফাতহুল কাদীর), খন্ড: , পৃষ্ঠা: ৪৫৭
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৫০
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৫
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৭০
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩৬০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১