পুরাতন কবরে কখন আবার কবর দেওয়া যাবে

মাসিক আল কাউসারমৃত্যু ও আনুষঙ্গিক১৪ ডিসেম্বর, ২৩

প্রশ্ন

আমাদের দেশের বড় বড় শহরগুলিতে সরকারের পক্ষ থেকে গণকবরস্থান থাকে। সেখানে সাধারণত একদিক থেকে এক এক করে কবর দিতে থাকে। এক সময় গিয়ে পুরো কবরস্থান পূর্ণ হয়ে যায়। পরে পুনরায় পুরাতন কবর খনন করে তাতে নতুন কবর দেওয়া হয়। জানার বিষয় হল, এভাবে পুরাতন কবর খনন করে নতুন কবর দেওয়ার শরঈ বিধান কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কবরস্থানে নতুন কবরের জন্য খালি জায়গা না থাকলে পুরাতন যে কবরে মৃত দেহ মাটি হয়ে যাওয়ার প্রবল ধারণা হবে তাতে কবর দেয়া জায়েয। অবশ্য তা খনন করতে গিয়ে পুরাতন কবরে হাড্ডি ইত্যাদি কিছু পাওয়া গেলে সেগুলি একত্র করে দাফন করে দেবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আততাজনীস ওয়ালমাযীদ, খন্ড: , পৃষ্ঠা: ২৮৫
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৫৮৯
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৬৭
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ২৩৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৪ ডিসেম্বর, ২৩