পুরাতন ইহরামের কাপড় দিয়ে হজ্ব করা

মাসিক আল কাউসারহজ্জ১ মার্চ, ২১

প্রশ্ন

আমি গত বছর হজ্ব করার ইচ্ছা করি এবং ইহরামের কাপড়ও খরিদ করি, কিন্তু আমার সে বছর হজ্ব করার তাওফীক হয়নি। এই বছর আমার হজ্ব করার তাওফীক হয় এবং আমি ঐ পুরাতন ইহরামের কাপড় দিয়েই হজ্ব আদায় করি। এখন আমার জানার বিষয় এই যে, পুরাতন ইহরামের কাপড় পরে হজ্ব আদায় করার কারণে আমার হজ্বের কোনো ক্ষতি হয়েছে কি না? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইহরামের জন্য নতুন কাপড় জরুরি নয়। পুরাতন কাপড়ও যথেষ্ট। তাই ঐ কাপড়ে হজ্ব আদায় করা সহীহ হয়েছে। কোনো ত্রুটি হয়নি।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৮৪
  • মাবসূত সারাখসী, খন্ড: , পৃষ্ঠা:
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৭
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা:
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২২০
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৫
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৮১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১ মার্চ, ২১