পিস টিভিতে যাকাত দেয়া যাবে কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসযাকাত-ফিতরা৯ মে, ২১

প্রশ্ন

পিস টিভিতে যাকাত দেয়া যাবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

যাকাত প্রদানের খাত শরীয়তের পক্ষ থেকে সুনির্দিষ্ট। আল্লাহ তাআলা আট প্রকারের ব্যক্তিদের যাকাত দেয়ার কথা বলেছেন।- إِنَّمَا الصَّدَقَاتُ لِلْفُقَرَاءِ وَالْمَسَاكِينِ وَالْعَامِلِينَ عَلَيْهَا وَالْمُؤَلَّفَةِ قُلُوبُهُمْ وَفِي الرِّقَابِ وَالْغَارِمِينَ وَفِي سَبِيلِ اللَّهِ وَابْنِ السَّبِيلِ ۖ فَرِيضَةً مِنَ اللَّهِ ۗ وَاللَّهُ عَلِيمٌ حَكِيمٌ • যাকাত হল কেবল ফকির, মিসকীন, যাকাত আদায় কারী ও যাদের চিত্ত আকর্ষণ প্রয়োজন তাদে হক এবং তা দাস-মুক্তির জন্যে-ঋণ গ্রস্তদের জন্য, আল্লাহর পথে জেহাদকারীদের জন্যে এবং মুসাফিরদের জন্যে, এই হল আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। -সূরা তাওবা-৬০

মোট ৮ ধরণের ব্যক্তিকে যাকাত দেয়ার কথা কুরআনে বর্ণিত। যথা-

১. গরীব। যার সম্পদ আছে কিন্তু নেসাব পরিমাণ মালের মালিক নয়।

২. মিসকিন। যার একদমই কোন সম্পদ নেই।

৩. ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রীয় কোষাগারের জন্য শরীয়ত নির্দিষ্ট যাকাত আদায়কারী আমেল। এটা ইসলামী রাষ্ট্রপ্রধান দ্বারা নিযুক্ত হতে হবে। নিজে নিজে মনে করে নিলে হবে না। -জাওয়াহিরুল ফিক্বহ, ৬/৬৯

৪. নব মুসলিমদের ইসলামের প্রতি মোহাব্বত বাড়ানোর জন্য উৎসাহমূলক যাকাত প্রদান। এ বিধানটি রহিত হয়ে গেছে। তাই বর্তমানে কোন ধনী নওমুসলিমকে যাকাত প্রদান জায়েজ নয়। -হিদায়া, ১/১৮৪; মাআরিফুল কুরআন, ৪/১৭১; তাফসীরে মাযহারী, ৪/২৩৫

৫. দাসমুক্তির জন্য। যেহেতু বর্তমানে দাসপ্রথা নেই। তাই এ খাতটি বাকি নেই।

৬. ঋণগ্রস্তের জন্য।

৭. ফী সাবিলিল্লাহ। তথা আল্লাহর রাস্তায় থাকা ব্যক্তিদের জন্য। এখন প্রশ্ন হল আল্লাহর রাস্তায় কারা আছে? ফুক্বাহায়ে কেরাম বলেন এতে রয়েছেন- জিহাদরত মুজাহিদরা। তাদের জিহাদের অস্ত্র ও পাথেয় ক্রয় করার জন্য যাকাতের টাকা গ্রহণ করবে। হজ্বের সফরে থাকা দারিদ্র ব্যক্তির জন্য। ইলমে দ্বীন অর্জনকারী দারিদ্র ব্যক্তির জন্য। -আদ দুররুল মুখতার, ৩৪৩; হিদায়া, ১/১৮৫; রূহুল মাআনী, ৬/৩১৩

৮. সফররত ব্যক্তিকে। যার টাকা পয়সা আছে বাড়িতে। কোন সফর অবস্থায় অসহায়। তাকে যাকাতের টাকা দেয়া জায়েজ।

উপরোক্ত ক্যাটাগরিতে যাকাত আদায় করলেই কেবল যাকাত আদায় হবে। অন্য কাউকে যাকাত দিলে তা আদায় হবে না। ফুক্বাহায়ে কেরাম যাকাত আদায়ের জন্য একটি শর্তারোপ করেছেন এই যে, যাকাতের টাকার মালিক বানিয়ে দিতে হবে দানকৃত ব্যক্তিকে। যদি মালিক বানিয়ে দেয়া না হয়, তাহলে যাকাত আদায় হবে না। যেমন কাউকে কোন বস্তু ভোগ দখলের অধিকার দিয়ে নিয়ত করল যাকাতের, তাহলে এর দ্বারা যাকাত আদায় হবে না। সেই হিসেবে কোন প্রতিষ্ঠান, মাদরাসা, মসজিদে যাকাতের টাকা দেয়া জায়েজ নয়, যদিও তাতে গরীব মানুষ থাকে, নামায পড়ে, পড়াশোনা করে। তবে প্রতিষ্ঠানের গরীবদের, মাদরাসা গরীব ছাত্রদের, মসজিদের গরীব মুসল্লিদের যাকাত দিলে তাতে মালিক বানিয়ে দেয়ার বিষয়টি থাকায় তা জায়েজ হবে।

এখন প্রশ্ন হল পিস টিভিকে কোন হিসেবে যাকাত দেয়া হবে? পিস টিভি কুরআনে উল্লেখিত যাকাতের খাতের কোন খাতে পরে? আর পিস টিভি কোন ব্যক্তি? যেহেতু প্রতিষ্ঠান কোন ব্যক্তি নয়, তাই প্রতিষ্ঠানকে যাকাত দেয়া জায়েজ নয়, বরং প্রতিষ্ঠানের গরীবদের জন্য যাকাত দেয়া জায়েজ। সেই হিসেবে পিস টিভিতে যাকাত দেয়া কিছুতেই জায়েজ নয়। তবে যদি পিস টিভির কর্তৃপক্ষ গরীব হয়, যাকাত খাওয়ার যোগ্য হয়, তাহলে তাদের জন্য যাকাত দেয়া জায়েজ আছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ইনায়া আলা ফাতহিল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ২৬৭
  • আল হিদায়া, খন্ড: , পৃষ্ঠা: ২০৫
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৯৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৯ মে, ২১