পিতা-মাতা একজন মুসলমান ও একজন কাফির হলে সন্তানের জানাযা

ইসলামী জিন্দেগীমৃত্যু ও আনুষঙ্গিক২২ ফেব, ২১

প্রশ্ন

পিতা-মাতার একজন যদি মুসলমান হয় এবং অন্যজন যদি অমুসলিম থেকে যায়, তবে তাদের ঔরশের সন্তান মারা গেলে, তার জানাযা পড়া হবে কি-না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

পিতা-মাতার কোন একজন মুসলমান হলে, নাবালক সন্তানকে মুসলমান গন্য করে তার জানাযার নামায পড়তে হবে এবং মুসলমানদের গোরস্থানে তাকে দাফন করতে হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১৯৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১