পারিশ্রমিক দিয়ে এতেকাফে বসানো

মাসিক আল কাউসাররোজা১৯ এপ্রিল, ২১

প্রশ্ন

কোনো কোনো এলাকায় দেখা যায়, রমযানের শেষ দশ দিনে এলাকাবাসী কেউ এতেকাফ না করলে অন্য এলাকা থেকে কোনো দরিদ্র ব্যক্তিকে খানা ও পারিশ্রমিক দিয়ে এতেকাফ করানো হয়। প্রশ্ন হল,

ক. এরূপ করলে এলাকাবাসী সুন্নত তরকের গুনাহ থেকে বাঁচতে পারবে কি না?

খ. ঐ ব্যক্তির জন্য এতেকাফকালীন দিনগুলোর পারিশ্রমিক নেওয়া জায়েয হবে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ক. রমযান মাসের শেষ দশ দিন এতেকাফ করা সুন্নতে মুয়াক্কাদা আলাল কিফায়াহ। যদি কোনো মসজিদে এক জনও ইতেকাফে বসে তাহলে এলাকাবাসী সুন্নত তরকের গুনাহ থেকে বেঁচে যাবে। আর যদি একজনও এতেকাফ না করে তাহলে ঐ এলাকার সকলেই গুনাহগার হবে।

খ. এতেকাফ একটি ইবাদত, যা বিনিময়যোগ্য নয়। তাই এতেকাফের জন্য পারিশ্রমিক নেওয়া জায়েয নয়। কাউকে পারিশ্রমিকের বিনিময়ে এতেকাফ করালে সে এতেকাফ সহীহ হবে না। অতএব এ জাতীয় এতেকাফ দ্বারা এলাকাবাসী দায়িত্বমুক্ত হতে পারবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হেদায়া, ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৩০৪
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৪২
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৬৭
  • ইলাউস সুনান, খন্ড: ১৬, পৃষ্ঠা: ১৭২
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৫৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৯ এপ্রিল, ২১