পাঞ্জাবির হাতার দৈর্ঘ্যের সুন্নত

মাসিক আল কাউসারসভ্যতা ও সংস্কৃতি২৪ মার্চ, ২১

প্রশ্ন

পাঞ্জাবীর হাতার দৈর্ঘ্য কোন পর্যন্ত রাখা সুন্নত? এ ব্যাপারে রাসূলে কারীম c -এর আমল বরাতসহ জানাবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

রাসূলে কারীম c -এর জামার হাতা সম্পর্কে দুই ধরনের বক্তব্য পাওয়া যায়। কিছু বর্ণনায় কব্জি পর্যন্ত আর কিছু বর্ণনায় আঙ্গুলের মাথা পর্যন্ত হাতা লম্বা রাখার কথা এসেছে। সুতরাং কব্জির সমান বা এর চেয়ে কিছু লম্বা করলে সুন্নতের উপর আমল হয়ে যাবে। তবে আঙ্গুলের অগ্রভাগ থেকে লম্বা রাখা সুন্নত নিয়ম নয়। কারণ শু‘আবুল ঈমান বায়হাকীর এক হাদীসে আছে, হযরত আলী e এমন লম্বা হাতা আঙ্গুল সমান করে কেটে ফেলেছিলেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমাওয়াহিবুল লাদুনিয়্যাহ, খন্ড: , পৃষ্ঠা: ৪২৭
  • আশশামায়িলিল মুহাম্মাদিয়্যাহ, পৃষ্ঠা: ১৫৫
  • আলমাওয়াহিবুল লাদুনিয়্যাহ আলাশ শামায়িলিল মুহাম্মাদিয়্যাহ, পৃষ্ঠা: ১৫৬
  • জামেউল ওসায়েল, খন্ড: , পৃষ্ঠা: ১০৯
  • শুআবুল ঈমান, বায়হাকী, খন্ড: , পৃষ্ঠা: ১৫৪
  • বাযলুল মাজহূদ, খন্ড: ১৬, পৃষ্ঠা: ৪০৭
  • মিরকাতুল মাফাতীহ, খন্ড: , পৃষ্ঠা: ২৪৫
  • ফাতাওয়া রশীদিয়াহ, পৃষ্ঠা: ৫৭৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ মার্চ, ২১