পাওনা টাকা যাকাত হিসেবে দিয়ে দেওয়া

মাসিক আল কাউসারযাকাত-ফিতরা৫ এপ্রিল, ২১

প্রশ্ন

এক ব্যক্তির মুদীখানার দোকান আছে। তার এই ব্যবসার যাকাত এসেছে ১০ হাজার টাকা। সে এক গরীব লোকের নিকট ৫ হাজার টাকা পাবে। এখন যদি ঋণগ্রহিতাকে ঐ টাকাগুলো মাফ করে দেয় তাহলে ঐ ব্যক্তির যাকাত আদায় হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

না। এভাবে পাওনা টাকা মাফ করে দিলে যাকাত আদায় হবে না। এক্ষেত্রে করণীয় হল, ঋণী ব্যক্তি যদি যাকাত গ্রহণের যোগ্য হয় তাহলে তাকে প্রথমে যাকাতের টাকা দিয়ে দিবে। এরপর তার থেকে নিজের ঋণ উসূল করে নিবে। এ পন্থায় নিজের যাকাতও আদায় হয়ে যায় আবার ঋণও উসূল হয়ে যায়।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ২০৬
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ২৭০
  • আলমাবসূত, সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ৩৫
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৪৪
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৬৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১