পশু পাখির কোন দিকে মাথা রেখে যবেহ করতে হয়

ইসলামী জিন্দেগীকুরবানী ও আকিকা২২ ফেব, ২১

প্রশ্ন

আমরা পশুপাখি দক্ষিণ দিকে মাথা রেখে যবেহ করি কেন? অন্যদিকে মাথা রেখে যবেহ করলে কি হালাল হবে না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

পশু-পাখি যবেহ করার বেলায় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে, তা আল্লাহ তা‘আলার নামে যবেহ করা হচ্ছে কি-না? বিসমিল্লাহ বলে যবেহ করলে পশু হালাল হয়ে যায়। তবে যবেহকারী ও পশু উভয়ই যাতে কিবলামুখী থাকে, সে দিকেও লক্ষ্য রাখতে হবে। এটা সুন্নাত। এ সুন্নাত আদায়ের লক্ষ্যে পশু-পাখির মাথা দক্ষিণ দিকে করে মুখকে কিবলামুখী করে যবেহ করা হয়।

একথা সত্য যে, যদি কিবলামুখী না করেও যবেহ করা হয়, তাতেও পশু হালাল হবে, গোশত খাওয়া জায়িয হবে। তবে সুন্নাতের প্রতি গুরুত্ব দেয়া এবং সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। কেননা, সাহাবীগণ e যবেহকালে পশুকে কিবলামুখী করে যবেহ করতেন।

তাছাড়া মুশরেকরা যেহেতু পশু ইত্যাদি যবেহকালে প্রেমিকের দিকে মুখ করে নিতো, তার বিপরীতে মুসলমানদেরকে তাদের পশু কিবলামুখী হয়ে যবেহ করতে বলা হয়েছে। সুতরাং আমরা নিজেদের পশু ইত্যাদিকে সুন্নাত পালনার্থে যবেহের জন্য কিবলামুখী করে নেবো।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়ীযুস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৬০
  • ফাতাওয়া রহীমিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৯৫
  • বাদায়ীয়ুস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৬০

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১