পশু কুরবানীর মান্নত আদায়ের শর্তসমূহ

মাসিক আল কাউসারকসম-মান্নত২ মার্চ, ২১

প্রশ্ন

জনৈক ব্যক্তি মান্নত করেছে যে, তার অমুক কাজটি পূর্ণ হলে এতীমখানায় একটি বকরী দিবে। ফলে তার কাংখিত কাজটি পূর্ণ হওয়ার পর সে একটি বকরীর বাচ্চা, যার বয়স আনুমানিক তিন-চার মাস, এতীমখানায় দান করেছে। তার এই মান্নত আদায় হয়েছে কি না? আর পশুর মান্নত পুরা হওয়ার জন্য সেগুলো কুরবানীর বয়সের হওয়া জরুরি কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ছাগলের ঐ বাচ্চা দেওয়ার দ্বারা মান্নত আদায় হয়নি। কারণ মান্নতের জন্যও কুরবানীর যোগ্য পশু হওয়া শর্ত। অর্থাৎ ছাগল দিলে অন্তত এক বছর বয়সী হওয়া জরুরি।

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২৩৩
  • হাশিয়া তাহতাবী আলাদ্দুর, খন্ড: , পৃষ্ঠা: ৩৪০
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৯৬
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৫
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১২৯
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৬৬
  • ফাতাওয়া বাযযাযিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৭১
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৭৩৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২ মার্চ, ২১