পণ্য নষ্ট হলে মূল্য ফিরিয়ে নেওয়া

মাসিক আল কাউসারবাবসা বানিজ্য১৪ মার্চ, ২১

প্রশ্ন

আমি দোকান থেকে এক হালি ডিম কিনে বাসায় নিয়ে আসি। ডিমগুলো ভাঙ্গার পর দেখা গেল, দুইটি ডিম নষ্ট, খাওয়ার উপযোগী নয়। জানার বিষয় হল, নষ্ট দুটি ডিমের টাকা দোকানির কাছ থেকে ফেরত নেওয়া জায়েয হবে কি না? উল্লেখ্য, বাসায় আনার সঙ্গে সঙ্গেই ডিমগুলো ভাঙ্গা হয়েছে।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হ্যাঁ, নষ্ট ডিমের টাকা দোকানি থেকে ফেরত নেওয়া জায়েয হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৮৪
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১২৩
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: ১০, পৃষ্ঠা: ১২৫
  • হেদায়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৩
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ১৮
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৫৪
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ২৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৪ মার্চ, ২১