ন্যায্য অধিকার পেতে মিথ্যা বলা ও বাধ্য করা জায়েজ আছে কি

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসজায়েয-নাজায়েয১৭ মে, ২১

প্রশ্ন

সরকারকে এভাবে বাধ্য করে চাকরি করা কি শরীয়ত সম্মত কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনার প্রশ্নের মৌলিক বিষয় আসলে দু’টি। যথা-

১. নিজের ন্যায্য অধিকার প্রাপ্তির জন্য মিথ্যা কথা বলা বা লিখা জায়েজ কি না?

২. নিজের ন্যায্য অধিকার আদায়ে কর্তৃপক্ষকে বাধ্য করা জায়েজ কি না? ন্যায্য অধিকার পেতে মিথ্যা বলা মিথ্যা বলা হারাম। কবিরা গোনাহ এতে কোন সন্দেহ নেই। তবে ক্ষেত্রে বিশেষে মিথ্যা বলার সুযোগ রয়েছে। এতে করে গোনাহ হবে না। এর মাঝে একটি হল নিজের ন্যায্য অধিকার আদায় করতে মিথ্যা বলা জায়েজ আছে। নিজেকে জুলুম থেকে বাঁচাতে মিথ্যা বলা জায়েজ আছে। সেই হিসেবে সত্যিই যদি শুধু মুসলিম বা সংখ্যালঘু হওয়ার কারণে যোগ্য হওয়া সত্বেও চাকরি থেকে বঞ্চিত হতে হয়। শিক্ষা প্রতিষ্ঠান প্রয়োজন হওয়া সত্বেও সরকার প্রতিষ্ঠানের স্বীকৃতি না দিয়ে থাকে, তাহলে প্রতিষ্ঠা সন ভুল উল্লেখ করে সরকারি স্বীকৃতি নেয়া জায়েজ হবে। তবে যদি প্রতিষ্ঠানের প্রয়োজন না থাকে, বা যোগ্যতার কদর করা হয়ে থাকে, তাহলে মিথ্যার আশ্রয় নেয়া জায়েজ হবে না। তবে সর্বক্ষেত্রেই মিথ্যা ছাড়াই স্বীকৃতি নেয়ার চেষ্টা করা উচিত। যদি সম্ভব না হয়, তাহলে স্বীয় ন্যায্য অধিকার আদায় করতে প্রয়োজনে মিথ্যা বলার সুযোগ রয়েছে। -দুররুল মুখতার, ৯/৬১২; বিযাযিয়াতিন আ'লা হামিশিল হিন্দিয়া, ৬/৩৫৯

ন্যায্য অধিকার পেতে কর্তৃপক্ষকে বাধ্য করা যদি রাষ্ট্রপক্ষ যোগ্যতা থাকা সত্বেও শুধুমাত্র সংখ্যালঘু বলে মুসলিমদের চাকরি থেকে বঞ্চিত করে, শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজন থাকা সত্বেও বিশাল জনগোষ্ঠিকে শিক্ষার আলো থেকে বঞ্চিত করে থাকে, তাহলে প্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ ও তা পরিচালনা করতে সরকারকে ন্যয়ঙ্গত পদ্ধতিতে বাধ্য করা জায়েজ আছে। তবে সম্পদ লুণ্ঠন, হত্যা, রাহজানীমূলক আন্দোলন করা জায়েজ নয়। বরং সংগত আন্দোলনের মাধ্যমে নিজেদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে সরকারকে বাধ্য করা জায়েজ আছে। এতে শরয়ী কোন বিধি-নিষেধ নেই।

সরকারী স্বীকৃতি পাবার পর যদি প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা না হয়, তথা প্রাতিষ্ঠানিক ভিত্তি না হয়, তাহলে বেতন নেয়া কিছুতেই জায়েজ হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • مرقاة المفاتيح, খন্ড: , পৃষ্ঠা: ১১৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৭ মে, ২১