নির্দিষ্ট স্থানে গিয়ে নামাজ পড়ার মান্নত প্রসঙ্গে

মাসিক আল কাউসারকসম-মান্নত৩১ ডিসেম্বর, ২০

প্রশ্ন

আমার মুহতারাম আব্বা অনেক আগে কোনো এক প্রসঙ্গে মসজিদে নববীতে চার রাকাত নফল নামায পড়ার মান্নত করেছিলেন। কিন্তু আজ পর্যন্ত তার মসজিদে নববীতে যাওয়ার তৌফিক হয়নি। এখন তার বয়স অনেক বেড়েছে, শারীরিক অবস্থা ভালো নয়। শারীরিক দুর্বলতার কারণে লম্বা সফর করা তার জন্য কঠিন। তো এখন তিনি কী করতে পারেন? মান্নতটি পূর্ণ করার কী পদ্ধতি হতে পারে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উক্ত চার রাকাত নামায মসজিদে নববীতেই পড়া জরুরি নয়। যে কোনো মসজিদে বা জায়গায় চার রাকাত নামায পড়ে নিলেও মান্নত পূর্ণ হয়ে যাবে। হাদীস শরীফে এসেছে যে, জাবির e বলেন-

أَنَّ رَجُلًا قَالَ يَوْمَ الْفَتْح: يَا رَسُولَ اللهِ، إِنِّي نَذَرْتُ إِنْ فَتَحَ اللهُ عَلَيْكَ مَكَّةَ أَنْ أُصَلِّيَ فِي بَيْتِ الْمَقْدِسِ، فَقَال: صَلِّ هَاهُنَا، فَسَأَلَهُ، فَقَال: صَلِّ هَاهُنَا، فَسَأَلَهُ، فَقَال: شَأْنَكَ إِذًا.

মক্কা বিজয়ের দিন এক ব্যক্তি রাসূলুল্লাহ c কে বললেন, হে আল্লাহর রাসূল! আমি মান্নত করেছিলাম যে, আল্লাহ তাআলা যদি আপনার দ্বারা মক্কার বিজয় দান করেন তাহলে বায়তুল মাকদিসে নামায পড়ব। রাসূলুল্লাহ c বললেন, (বায়তুল মাকদিসে গিয়ে পড়া লাগবে না) এখানেই পড়ে নাও। লোকটি আবারো জিজ্ঞাসা করল। রাসূলুল্লাহ c একই উত্তর দিলেন যে, এখানেই পড়ে নাও। লোকটি তৃতীয়বার একই কথা জিজ্ঞেস করল। তখন রাসূলুল্লাহ c বললেন, তাহলে তোমার যা ইচ্ছা। -মুসনাদে আহমাদ, হাদীস ১৪৯১৯

- والله اعلم باالصواب -

সূত্র

  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ২৪৫
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩৫৯
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৩৭৪
  • ফাতাওয়া তাতারখানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৮৫
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: NaN

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৩১ ডিসেম্বর, ২০