নিজের চাকরিতে অপরকে স্থলাভিষিক্ত বানানো

মাসিক আল কাউসারবিবিধ২৪ ফেব, ২১

প্রশ্ন

আমি একটি প্রাইভেট স্কুলের শিক্ষক। আমার একটি কারখানাও রয়েছে। মাঝে মধ্যে ব্যস্ততার কারণে স্কুলে ক্লাস নিতে যেতে পারি না। তখন আমার ছোট ভাইকে (বি.এ অনার্স) ক্লাস নিতে পাঠাই। প্রশ্ন হল, আমার ভাইকে দিয়ে ক্লাস করালে শরীয়তের দৃষ্টিতে কোনো সমস্যা আছে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

স্কুল কর্তৃপক্ষ যেহেতু আপনাকে নিয়োগ দিয়েছে তাই আপনাকেই ক্লাস নিতে হবে। কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ভাই বা অন্য কাউকে দিয়ে ক্লাস করানো জায়েয হবে না এবং এর দ্বারা আপনি দায়িত্বমুক্ত হতে পারবেন না। অবশ্য স্কুল কর্তৃপক্ষ যদি আপনার অপারগতায় আপনার ভাইকে ক্লাস করার অনুমতি দেয় তবে তাকে দিয়ে ক্লাস করানো বৈধ হবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শরহুল মাজাল্লা খালেদ আতাসী, খন্ড: , পৃষ্ঠা: ৬৭১
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩২১
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ১৮
  • মাদ্দাহ, পৃষ্ঠা: ৫৭১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১