নামাযের মধ্যে হাতের ইশারায় কোন প্রশ্নের উত্তর দেওয়া

মাসিক আল কাউসারনামায৫ এপ্রিল, ২১

প্রশ্ন

এক ব্যক্তি ফরয নামাযে রত বন্ধুকে কিছু জিজ্ঞাসা করলে সে হাতের ইশারায় অথবা মাথা নেড়ে উত্তর দিল। এ অবস্থায় তার নামায সহীহ হয়েছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামায অবস্থায় এক হাত অথবা মাথা দ্বারা ইশারা করে উত্তর দিলে নামায নষ্ট হয় না। তবে নামাযের হালতে এভাবে ইশারায় উত্তর দেওয়াও ঠিক নয়। কুরআন মজীদ এবং হাদীস শরীফে নামাযে খুশু-খুযুর প্রতি খুব গুরুত্ব দেওয়া হয়েছে। তাই বিশেষ প্রয়োজন ছাড়া নামাযের হালতে কারো কথার জবাব দেওয়ার চেষ্টা করা এবং ইচ্ছাকৃত হাত বা মাথা নাড়ানো থেকে বিরত থাকা কর্তব্য।

কুরআন মজীদে নামাযের শুরু থেকে শেষ পর্যন্ত যারা অঙ্গ-প্রত্যঙ্গ স্থির রাখে এবং এদিক-সেদিক ভ্রুক্ষেপ না করে তাদেরকে মুমিন বলে আখ্যা দেওয়া হয়েছে।

হযরত আবু যর e থেকে বর্ণিত হাদীস শরীফে আছে, রাসূলে কারীম c বলেন, নামাযরত ব্যক্তি যতক্ষণ এদিক সেদিক ভ্রুক্ষেপ না করে ততক্ষণ আল্লাহর (বিশেষ) রহমত তার প্রতি থাকে। আর যখন সে অন্য দিকে ভ্রুক্ষেপ করে তখন আল্লাহর (বিশেষ) রহমত তার থেকে সরে যায়।

সাঈদ ইবনুল মুসাইয়িব i এক ব্যক্তিকে নামাযরত অবস্থায় দাঁড়িতে হাত বুলাতে দেখে বললেন, তার অন্তরে যদি খুশু থাকত তবে তার অঙ্গ-প্রত্যঙ্গ স্থির থাকত।

প্রকাশ থাকে যে, নামাযরত ব্যক্তির মনোযোগ নষ্ট হয় এমন কোনো কাজ করা অন্যায়। খুব বেশি প্রয়োজন ছাড়া তাকে কিছু জিজ্ঞাসা করা এবং জবাব দিতে বাধ্য করা গুনাহর কাজ। এ থেকে বিরত থাকা জরুরি।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সুনানে আবু দাউদ, খন্ড: , পৃষ্ঠা: ১৩১
  • তাসফীরে ইবনে কাসীর, খন্ড: , পৃষ্ঠা: ৪৪৫
  • জামে তিরমিযী, খন্ড: , পৃষ্ঠা: ৪৮
  • মুসান্নাফ ইবনে আবী শাইবা, খন্ড: , পৃষ্ঠা: ৫৩৩
  • হাশিয়াতুত তহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ১৯২
  • তাবয়ীনুল হাকায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৫
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৫৪৪
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা:
  • নুখাবুল আফকার, খন্ড: , পৃষ্ঠা: ৪০৯
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৬৪৪
  • সুনানে আবু দাউদ, খন্ড: , পৃষ্ঠা: ১৩১
  • মুসান্নাফ আবদুর রাযযাক, হাদীস নং: ৩,৩০৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১