নামাযের মধ্যে ক্বেরাতের ভুলের একটি উদাহরন

মাসিক আল কাউসারনামায৫ এপ্রিল, ২১

প্রশ্ন

কিছুদিন আমি ফজর নামাযের কেরাত পড়ার সময় ভুলে ان الله يحب المحسنين এর স্থলে ان الله لا يحب المسلمين পড়েছি। এখন জানার বিষয় হল, আমার উক্ত নামায সহীহ হয়েছে কি? না হয়ে থাকলে এখন আমার করণীয় কী?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

প্রশ্নোক্ত ভুলের কারণে আপনার নামায নষ্ট হয়ে গেছে। উক্ত নামায পুনরায় পড়ে নেওয়া জরুরি।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৭৩
  • ফাতাওয়া খানিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১৫৩
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৮১
  • খুলাসাতুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ১১৮

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১