নামাযের গুরুত্ব

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

সম্প্রতি আমাদের পারিবারিক পরিবেশে দীনী আলোচনায় নামাযের গুরুত্ব বুঝাতে গিয়ে ভাইয়া বললেন- কোন অবস্থাতেই নামায মাফ নেই। একমাত্র মহিলাদের মাসিক চলাকালীন নির্দিষ্ট সময় ব্যতীত কোন অবস্থাতেই নামায মাফ হয় না। এমন কি সন্তান প্রসবকালীন সময় যদি সন্তান অর্ধেক বাহিরে আসে এবং অর্ধেক ভিতরে থাকে, তবুও নামায মাফ নেই। বিষয়টি আমার কাছে অত্যন্ত জটিল মনে হল। অতএব, হুজুরের সমীপে আবেদন-বিষয়টি বিস্তারিত জানাবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনার ভাইয়া নামাযের গুরুত্ব বুঝাতে গিয়ে যে, আলোচনা করেছেন, শরী‘আতের মাসআলাও তাই। তার পরেও আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে, কোন মহিলার বাচ্চা প্রসবকালীন সময় বাচ্চা অর্ধেক বের হয়েছে, এমন সময়ও যদি তার জ্ঞান (হুস) থাকে এবং নামাযের সময় এত অল্প থাকে যে, আদায় না করলে কাযা হয়ে যাবে, তাহলে ঐ অবস্থায়ও শুয়ে বা বসে নামায পড়া ফরয, কাযা করা জায়িয নয়।

কিন্তু ঐ সময় নামায পড়ার দরুণ যদি বাচ্চার ক্ষতি হবার প্রবল ধারণা হয় তাহলে নামায ঐ সময় আদায় না করে পরে কাযা পড়ে নিবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শামী, খন্ড: , পৃষ্ঠা: ৯৬
  • বেহেশতী জেওর, খন্ড: , পৃষ্ঠা: ৬৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১