নামাযে হুযূর c এর নাম পড়লে দরূদ পড়ার হুকুম

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

“সূরা ফাতহ”-এর ২৯ নং আয়াতের শুরুতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ আছে। এখন প্রশ্ন হল- ইমাম সাহেব যদি উক্ত আয়াত নামাযের মধ্যে তিলাওয়াত করেন, আর যদি দরুদ পড়ে ফেলেন, তখন তার হুকুম কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইমাম সাহেব নামাযের মধ্যে উক্ত আয়াত পাঠ করলে, ইমাম সাহেব বা মুক্তাদীগণ কেউ দরুদ শরীফ পড়বেন না। যদি কেউ পড়ে ফেলেন তাহলে তার নামায ফাসিদ হবে না।

তবে শুধু (নামায ছাড়া) তিলাওয়াতের সময় কেউ উক্ত আয়াত তিলাওয়াত করলে বা শুনলে দরুদ শরীফ পড়তে পারে।

তবে যিনি তিলাওয়াত করেন, তার জন্য উত্তম হল তিলাওয়াত শেষে দরুদ শরীফ পড়ে নেয়া।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া শামী, খন্ড: , পৃষ্ঠা: ৫১৯
  • খাইরুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ২৬৫
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪৩৩
  • ردالمحتار, খন্ড: , পৃষ্ঠা: ৫১৯

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১