নামাযে হাত বাঁধা

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

ক. তাকবীরে তাহরীমা অর্থাৎ আল্লাহু আকবার বলে আমরা সাধারণত নাভীর নিচে হাত বাঁধি। কিন্তু দেখা যায়, কিছু লোক নাভীর উপরে হাত বাঁধে, যারা নাভীর উপর হাত বাঁধে তাদের নামাযের কোন ক্ষতি হবে কিনা ?

খ. শাফিঈ মাযাহাব মতালম্বীরা বুকের বরাবর হাত বাঁধে। আামদের নবী হযরত মুহাম্মাদ c কি কখনো বুকের বরাবর হাত বাঁধতেন ? বুক বরাবর এবং নাভীর নীচে হাত বাঁধা সম্পর্কে কোন সহীহ দলীল থাকলে তা জানালে খুশী হবো।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযে হাত বাঁধার সুন্নাত তরীকা নিয়ে ইমামের মধ্যে মতবিরোধ রয়েছে। ইমাম আবূ হানিফা i -এর মতে নামাযে নাভীর নিচে হাত বাঁধা সুন্নাত। ইমাম শাফেঈ i -এর মতে নাভীর উপর সিনার নিচে হাত বাঁধা সু্ন্নত। আর উভয় আমল হাদীস দ্বারা প্রমাণিত। কাজেই যারা নাভীর উপর সিনার নিচে হাত বাঁধে তাদের নামাযের কোন ক্ষতি হবে না। তাই এ নিয়ে পরস্পরে ঝগড়া করা বা একে অপরকে মন্দ বলা থেকে বিরত থাকতে হবে। তবে ইমাম আবূ হানাফীর মাযহাবের ‘আমল’ একাধিক সহীহ দ্বারা প্রমাণিত। যার সনদের নির্ভরযোগ্যতা সীনার নীচে হাত বাঁধার হাদীস থেকে শক্তিশালী। নিম্নে প্রত্যেক মাযহাবের দলীল প্রদত্ত হল।

হানাফী মাযহাবের দলীলঃ

১. হযরত আবূ হুরাইরা e থেকে বর্ণিত। নামাযে নাভীর নিচে একহাত অন্য হাতের উপর রাথতে হয়।(আবূ দাউদ ইবনে আরাবীর নুসখা, ১/ ২০১)

২. আবূ হুজায়ফা e থেকে বর্ণিত, তিনি বলেন, হযরত আলী e ইরশাদ করেছেন নামাযে সুন্নাত হচ্ছে, নাভীর নীচে হাতের উপর হাত রাখা। -আবূ দাউদ ১/ ২০১

৩. ওয়ায়েল ইবনে হজর তার পিতা হজর থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি নবী c কে দেখেছি তিনি নামাযে নাভীর নিচে ডান হাত বাম হাতের উপর রেখেছেন। -ইবনে আবী শাইবা ১/ ৪২৭

৪. প্রখ্যাত তাবেয়ী ইব্রাহিম নাখায়ী থেকে বর্ণিত, তিনি বলেন, নামাযে নাভীর নীচে ডান হাত বাম হাতের উপর রাখবে। -ইবনে আবী শাইবা ১/ ৪২৭

শাফেয়ী মাযহাবের দলীলঃ

১. সালমান ইবনে মুসা তাউস থেকে বর্ণনা করেন, তিনি বলেন যে, নবী করীম c ডান হাত বাম হাতের উপর রাখতেন। অতঃপর নামাযে সীনার উপর উভয় হাত বাঁধতেন। (আবূ দাউদ)

২. ওয়ায়েল ইবনে হজর থেকে বর্ণিত, তিনি বলেন যে, আমি নবী করীম c এর সাথে নামায পড়েছি। তিনি সিনার উপর তার ডান হাত বাম হাতের উপর রেখেছেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ ইবনে খুযাইমা, খন্ড: , পৃষ্ঠা: ২৪৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১