নামাযে হাই এলে করণীয়

মাসিক আল কাউসারনামায৫ এপ্রিল, ২১

প্রশ্ন

নামাযের মধ্য আমার প্রায়ই হাই আসে। এ অবস্থায় আমার করণীয় কী, জানালে উপকৃত হব।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হাদীস শরীফে আছে, ‘হাই শয়তানের পক্ষ থেকে আসে।’ -সহীহ বুখারী ১/৬৪৬ তাই নামাযে হাই আসলে যথাসাধ্য তা দমন করার চেষ্টা করবে। একান্তই দমন করা সম্ভব না হলে হাত বাঁধা অবস্থায় হাই এলে ডান হাতের পিঠ মুখের উপর রাখবে। এছাড়া অন্য অবস্থায় বাম হাত রাখবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ২৫
  • হাশিয়াতুত তাহতাবী আলালমারাকী, পৃষ্ঠা: ১৯৪
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৭৮
  • শরহুল মুনইয়া, পৃষ্ঠা: ৩৪৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১