নামাযে সূরায়ে ফাতিহা দোহরিয়ে পড়লে সিজদায়ে সাহু

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

নামাযে সূরা ফাতিহা বা সূরা ফাতিহার কোন আয়াত দোহরিয়ে পড়লে কি সাহু ‍সিজদা দিতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযে ভুলবশতঃ সূরা ফাতিহা দোহরিয়ে পড়লে, সাহু সিজদা দিতে হবে। অবশ্য যদি সূরা ফাতিহার কোন এক আয়াত দোহরিয়ে পড়ে, তাহলে সিজদায়ে সাহু করতে হবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৩৯৬
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৪০৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১