তারাবীর নামাযে সূরার শুরুতে উচ্চঃস্বরে বিসমিল্লাহ পড়া

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

তারাবীহ নামাযে প্রত্যেক সূরাহর শুরুতে উচ্চঃস্বরে বিসমিল্লাহ উচ্চঃস্বরে হানাফী মাযহাবে সহীহ আছে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

হানাফী মাযহাব অনুযায়ী তারাবীহ এর প্রত্যেক সূরাহর শুরুতে বিসমিল্লাহ উচ্চঃস্বরে পড়া যাবে না। কারন হানাফী মাযহাবের সমস্ত ইমামগন এই ব্যাপারে একমত যে, নামাযের মধ্যে বিসমিল্লাহ আস্তে পড়তে হবে। অবশ্য যে কোন এক সূরার শুরুতে বিসমিল্লাহ উচ্চঃস্বরে পড়তে হবে। উল্লেখ্য, হানাফীগন যদিও ইমাম আসিম i -এর কিরা‘আত পড়েন এবং তিনি প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ পড়তেন। হানাফীগনও প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ পড়ে তার উপর আমল করবে বটে। কিন্তু সেজন্য উচ্চৈস্বরে পড়ার কোন প্রয়োজন নাই। কারন, তাতে হানাফী ফুক্বাহাদের মতের বিরোধিতা করা হবে। আর নিঃশব্দে পড়লে সকলের কথার উপর আমল হয়ে যাবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • নাসায়ী, খন্ড: , পৃষ্ঠা: ১০৫
  • ফাতাওয়ায়ে শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪৫৭
  • ফাতাওয়ায়ে দারুল উলুম, খন্ড: , পৃষ্ঠা: ২৬৪
  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৪৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১