নামাযে সূরার তারতীব ভঙ্গ করা

মাসিক আল কাউসারনামায২৬ ফেব, ২১

প্রশ্ন

আমি একদিন মাগরিবের নামাযে  প্রথম রাকাতে সূরা ইখলাছ ও দ্বিতীয় রাকাতে সূরা ফীল পড়েছি। আমার নামায সহীহ হয়েছে কি? না হলে কী করতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

আপনার নামায সহীহ হয়েছে। তবে ফরয নামাযে ইচ্ছাকৃতভাবে সূরার ধারাবাহিকতা ক্ষুণ্ণ করা অনুত্তম। অবশ্য ভুলবশত হলে ক্ষতি নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শরহুল মুনইয়াহ, পৃষ্ঠা: ৪৯৪
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ২৯৯
  • আলমুগনী, খন্ড: , পৃষ্ঠা: ১৬৯
  • ইলাউস সুনান, খন্ড: , পৃষ্ঠা: ১৪৫
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৫৪৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৬ ফেব, ২১