নামাযে ভুলবশতঃ একাধিক ওয়াজিব তরক

মাসিক আল কাউসারনামায২৬ ফেব, ২১

প্রশ্ন

জনৈক ব্যক্তি বিতর নামাযে দ্বিতীয় রাকাতের পরে ভুলবশত বৈঠক করেনি। আবার তৃতীয় রাকাতে দোয়ায়ে কুনূতও পড়তে ভুলে যায় এবং শেষে সাহু সিজদা করেছে। জানতে চাই, তার বিতর নামায সহীহ হয়েছে কি না? তা কি পুনরায় আদায় করতে হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ঐ বিতর নামায সহীহ হয়েছে। পুনরায় পড়া লাগবে না। কারণ ভুলে একাধিক ওয়াজিব ছুটে গেলেও সবগুলোর জন্য একটি সাহু সিজদাই যথেষ্ট। এক নামাযে একাধিক সাহু সিজদা দেওয়ার বিধান নেই।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ১২৭
  • ফাতাওয়া তাতারখানিয়া1, খন্ড: , পৃষ্ঠা: ৫৪৭
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৪০৭
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৩১৩
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৩০০
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৪৬৫
  • আলমুগনী ইবনে কুদামা, খন্ড: , পৃষ্ঠা: ৪৩৭
  • আলমাবসূত সারাখসী, খন্ড: , পৃষ্ঠা: ২২৪

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৬ ফেব, ২১