নামাযে দোয়ায়ে মাছুরা বাংলায় পড়া

মাসিক আল কাউসারনামায৫ এপ্রিল, ২১

প্রশ্ন

নামাযের দুআ মাছুরা আরবীতে না পড়ে বাংলায় এর অর্থটা পড়া যাবে কি এবং এতে নামাযের কোনো ক্ষতি হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযের সকল দুআ ও যিকির আরবীতে পড়া জরুরি। অন্য ভাষায় পড়া মাকরূহ তাহরিমী। তাই নামাযে দুআ মাছুরার বাংলা অর্থ পড়া যাবে না; আরবী দুআই পড়তে হবে। বড় দুআ পড়তে না পারলে ছোট কোনো দুআ পড়বে। আর সম্ভব হলে নির্ধারিত দুআ মাছুরাটি মুখস্থ করে নিবে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • কিতাবুল আসল, খন্ড: , পৃষ্ঠা: ১৫
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৫২১
  • আহকামুন নাফাইস ফী আদাইল আযকার বিলিসানিল ফারিস (মাজমুআতু রাসায়িলিল লাখনভী, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১