নামাযে দুই সিজদাহ করা ফরয কি-না ?

ইসলামী জিন্দেগীনামায২২ ফেব, ২১

প্রশ্ন

জনৈক ইমাম সাহেব চার রাকা‘আত ফরয নামাযের ৪র্থ রাকা‘আতের দুই সিজদার মাঝে এক সিজদাহ আদায় করেছেন এবং শেষ বৈঠকে তাশাহহুদ পড়ে সিজদায়ে সাহু দিয়েছেন । তখন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করা হলে ইমাম সাহেব বললেন, দ্বিতীয় সিজদাহ ফরয নয় ওয়াজিব । তাই আমার জানার বিষয় হল সিজদা উভয়টি ফরজ কি-না ?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযের প্রতি রাকা‘আতে দু’টি সিজদাই ফরয । অর্থাৎ, ১ম সিজদা যেমন ফরয, তেমনিভাবে দ্বিতীয় সিজদাও ফরয । তাই উল্লেখিত ইমাম সাহেবের কথাটি সত্য নয় এবং প্রশ্নে বর্ণিত চার রাকা‘আত ফরয নামায ইমাম ও মুক্তাদীগণের মধ্য হতে কারো আদায় হয়নি । প্রত্যেকেরই এ নামায পুনরায় পড়তে হবে । অন্যথায় এক ওয়াক্ত নামায না পড়ার গোনাহ হবে । উল্লেখ্য যে, যদি নামাযের কোন রাকা‘আতে ভুলবশতঃ একটি সিজদাহ ছুটে যায়, তাহলে নিয়ম হল, নামাযের ভিতরে স্মরণ হওয়া মাত্রই সিজদাটি আদায় করে নেয়া এবং শেষ বৈঠকে আত্তাহিয়্যাতু পড়ে সিজাদায়ে সাহু আদায় করা । এর দ্বারা নামায আদায় হয়ে যাবে । ইমাম সাহেব যেহেতু ছুটে যাওয়া সিজদা না করে শুধুমাত্র সিজদায়ে সাহু আদায় করেছেন , তাই নামায আদায় হয়নি ।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৭০
  • ফাতাওয়ায়ে শামী, খন্ড: , পৃষ্ঠা: ৪৪২
  • আল-বাহরুর রায়িক, খন্ড: , পৃষ্ঠা: ২৯৩
  • বাদায়ি উস সানায়ি, খন্ড: , পৃষ্ঠা: ১৬৭
  • তাহতাবী, পৃষ্ঠা: ১৮৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২২ ফেব, ২১