নামাযে ولو القى معاذيرة এর স্থলে ولو القى مأذيرة পড়লে তার হুকুম

মাসিক আল কাউসারনামায৫ এপ্রিল, ২১

প্রশ্ন

জনৈক ইমাম সাহেব ফজরের নামাযে সূরা কিয়ামার ولو القى معاذيرة এর স্থলে ولو القى مأذيرة পড়েছেন। অর্থাৎ আইনের স্থলে হামযা পড়েছে। জানিয়ে বাধিত করবেন যে, তার নামায কী হয়েছে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

উক্ত ভুলের কারণে অর্থের এমন বিকৃতি ঘটেনি, যার দ্বারা নামায নষ্ট হয়ে যায়। তাই তার নামায আদায় হয়ে গেছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • শরুহুল মুনইয়া, পৃষ্ঠা: ৪৭৬
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৮০
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৬৩৩

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৫ এপ্রিল, ২১