নামাযরত অবস্থায় মহিলাদের সতর ঢেকে রাখা

ইসলামী জিন্দেগীনামায২৩ ফেব, ২১

প্রশ্ন

নামাযরত অবস্থায় মেয়েলোকের সতরের কতটুকু অংশ এবং কতক্ষণের জন্য খোলা থাকলে নামায নষ্ট হয়ে যাবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযের মধ্যে মহিলাদের মুখমন্ডল, দু’হাত কব্জি পর্যন্ত ও দু’পায়ের পাতা ও আঙ্গুলগুলো খুলে গেলে কোন অসুবিধা হবে না। এসব ব্যতীত সমস্ত শরীর সতরের মধ্যে গণ্য। সুতরাং তা ঢেকে রাখা ফরজ। আর ফরজ তরক হলে নামায নষ্ট হয়ে যাবে। তবে ফরজ তরকের ব্যাপারে বিস্তারিত ইলম থাকা দরকার। বিবরণ অনুযায়ী সতরের অন্তর্ভুক্ত কোন অঙ্গের এক চতুর্থাশেংর কম যদি অনিচ্ছাপূর্বক বা ভুলে খুলে যায় এবং তিন তাসবীহ্ বা তার চেয়ে বেশীক্ষণ খুলে থাকে, তাতেও নামায নষ্ট হবে না। কিন্তু যদি ইচ্ছাপূর্বক এক চতুর্থাংশ সতর সামান্য সময়ের জন্য কেউ খুলে রাখে, তাহলে নামায নষ্ট হয়ে যাবে এবং সেই নামায পুনরায় পড়তে হবে। আর অনিচ্ছাকৃত ভুলে সতরের যে কোন অঙ্গের এক চতুর্থাংশ বা তার চেয়ে বেশী খুলে গেলে, তত্ক্ষণাৎ ঢেকে না দিলে যদি সতর খোলা অবস্থায় নামাযের রুকনসমূহ হতে কোন একটি রুকন আদায় করে অথবা সতর খোলা অবস্থায় এতটুকু সময় নামাযে রত থাকে, যে সময়ে নামাযের কোন একটি সংক্ষিপ্ত একটি রুকন আদায় করা যায়, তাহলে নামায ফাসিদ হয়ে যাবে এবং সে নামায পুনরায় পড়া জরুরী।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফাতাওয়া আলমগীরী, খন্ড: , পৃষ্ঠা: ৫৮
  • আহসানুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৪০২

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৩ ফেব, ২১