নামাযকে অপ্রয়োজনীয় সাব্যস্তকারী এবং বিলাসী জীপন যাপনকারীকে যাকাত প্রদান

আহলে হ্বক বাংলা মিডিয়া সার্ভিসযাকাত-ফিতরা১৬ মে, ২১

প্রশ্ন

১. আমার এক নিকটাত্মীয়, যিনি কোন কাজ করেন না। তার পরিবার আছে। অভাবী, কিন্তু কারো কাছে কোন সাহায্য চান না। খুবই সাধারণ জীবন-যাপন করেন। কারো সাথে কোন ঝামেলায় জরান না। কিন্তু তিনি নামায পড়েন না। তিনি ইসলামের মৌলিক বিশ্বাসে বিশ্বাসী। কিন্তু তিনি মনে করেন নামায প্রয়োজনীয় কোন আমল না বরং তা শুধু প্রচলিত রীতি। তার মতে সব আমলই প্রচলিত রীতি। তিনি কি যাকাত পাওয়ার যোগ্য? যদি যোগ্য হন তাহলে তার নিকট 'যাকাত' উল্লেখ করা জরুরী কিনা?

২. এমন ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে কিনা যার, উপার্যন কম হওয়া সত্ত্বেও বিলাশপূর্ণ খরচেত প্রবণতা আছে। যেমন, স্মার্ট ফোন, কে এফ সি, পিৎযা হাট ইত্যাদি। যখনই তাকে আর্থিক সহায়তা করা হয়, সে এমন জীবন-যাপনের জন্য উচ্চাকাঙ্ক্ষী হয় যা তার পক্ষে সাশ্রয়ী নয় এবং সংকটে পড়ে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

১. যাকাত ইসলামের একটি মৌলিক বিধান। এটির প্রাপক কেবলি মুসলিমগণ। অন্য সাধারণ দান যে কোন ব্যক্তিকে দেয়া যায়, কিন্তু আবশ্যকীয় দান যেমন যাকাত, ফিদিয়া ইত্যাদি কেবলি মুসলমানকে দিতে হয়। বিধর্মী বা ধর্মহীন কোন ব্যক্তিকে দান করলে তা আদায় হবে না। ইসলামের মৌলিক বিষয়ের অন্তর্ভূক্ত হল নামায। নামাযকে অপ্রয়োজনীয় যিনি মনে করেন, তার ঈমান বিষয়ে প্রবল সন্দেহ আছে। কারণ এটি ইসলামের একটি মৌলিক বিধান। যা আমৃত্যু রাসূল c করেছেন। এবং মৃত্যুর সময়ও নামায পড়ার জন্য উম্মতকে উপদেশ দিয়েছেন। সেই নামাযকে অপ্রয়োজনীয় বলা সুষ্পষ্ট কুফরী। তাই এমন ব্যক্তিকে যাকাত দিলে যাকাত আদায় হবে না।

২. পুরো বিশ্বেই অসহায় দারিদ্র মানুষের ভরপুর। যাকাত এমন ব্যক্তিকেই দেয়া উচিত যাদের সত্যিকার অর্থেই প্রয়োজন রয়েছে। সেই সাথে উক্ত অর্থকে নিয়ে প্রয়োজনীয় কাজে ব্যবহার করবে। যে ব্যক্তি দারিদ্র হবার পরও বিলাসবহুল জীবন ধারণ করে অপব্যয় করে, তাকে যাকাতের অর্থ দেয়া মানে হল, অপব্যয়কারীকে সহযোগীতা করা। তাই এমন ব্যক্তিকেও যাকাতের অর্থ প্রদান করা ঠিক হবে না। তবে দিলে আদায় হয়ে যাবে। বরং সত্যিকার দারিদ্র এবং যিনি যাকাত পেয়ে প্রয়োজনীয় কাজে ব্যবহার করবেন, এমন ব্যক্তিকেই যাকাত প্রদান করা উচিত।

- والله اعلم باالصواب -

সূত্র

  • দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৩০৫

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৬ মে, ২১