নামায সম্পর্কে ভ্রান্ত ধারনার নিরসন

ইসলামী জিন্দেগীনামায২৪ ফেব, ২১

প্রশ্ন

কোন এক মাসিক পত্রিকায় লিখেছে“আলিমগণের মতে অজ্ঞাত পরিমাণ কাযা নামাযের জন্য আন্তরিক তাওবাই যথেষ্ট।” এটা কতটুকু নির্ভরযোগ্য?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

ইসলামী আহকামের মধ্যে নামায একটি সর্বশ্রেষ্ট হুকুম। ইচ্ছা করে নামায তরক করা কবীরা গুণাহ। নামায তরক হলে তা নিয়ম মাফিক কাযা করা জরূরী। চাই ইচ্ছায় কাযা হোক বা অনিচ্ছায় হোক। কম কাযা হোক বা বেশী। সর্বাবস্থায় কাযা করতে হবে। আর শারীরিক শক্তি না থাকলে ফিদিয়া দিতে হবে বা ওসীয়ত করে যেতে হবে। তাওবার দ্বারা কাযা নামায মাফ হবে না। যদিও সারা জীবনের নামায কাযা হোক না কেন। তবে কেউ যদি কাযা করা আরম্ভ করে আর এর মধ্যে তার মৃত্যু এসে পরে এবং ফিদিয়া দিতে সক্ষম না হয়, তাহলে সে ব্যক্তি ইস্তিগফার করতে থাকবে। তাহলে আশা করা যায়, আল্লাহ তা‘আলা ক্ষমা করে দিবেন। তবে শুধুমাত্র তাওবাই যথেষ্ট বলা যাবে না।

- والله اعلم باالصواب -

সূত্র

  • হালবী কাবীর, পৃষ্ঠা: ৫২৯
  • কিফায়াতুল মুফতী, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৮
  • ফাতাওয়া দারুল উলূম, খন্ড: , পৃষ্ঠা: ৩৩২
  • ইমদাদুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৩৩৮
  • তাহতাভী, পৃষ্ঠা: ৩৬৩
  • খাইরুল ফাতাওয়া, খন্ড: , পৃষ্ঠা: ৬০৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৪ ফেব, ২১