নামাজের সিজদার আয়াত পড়া ছাড়া ইচ্ছাকৃত সেজদা দেওয়া

মাসিক আল কাউসারনামায২৫ মার্চ, ২১

প্রশ্ন

আমাদের মসজিদের হাফেজ সাহেব তারাবীর সময় ঘোষণা করলেন যে, প্রথম রাকাতে সিজদা আছে। কিন্তু তিনি সেজদার আয়াত পর্যন্ত পৌঁছার আগেই আয়াত ভুলে যান। যেহেতু তিনি সেজদার কথা ঘোষণা করেছেন তাই সেজদার আয়াত না পড়েও ইচ্ছা করে সেজদা করেছেন। তারপর অন্য আয়াত থেকে পড়ে নামায শেষ করেন এবং সাহু সেজদাও করেননি। জানার বিষয় হল, আমাদের উক্ত নামায সহীহ হয়েছে কি না?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

সেজদার আয়াত পড়া ছাড়া ইচ্ছাকৃত সেজদা করা গুনাহের কাজ হয়েছে। তবে এর কারণে নামায ভঙ্গ হবে না; বরং সকলের নামায আদায় হয়ে গেছে। ইমামের উচিত তার ভুলের জন্য আল্লাহর কাছে তাওবা করা।

- والله اعلم باالصواب -

সূত্র

  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ১৭৫
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৬২৪
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ৯১
  • আলমিনহাতুল খালিক, খন্ড: , পৃষ্ঠা: ৯১

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৫ মার্চ, ২১