নামাজের মধ্যে কাশা

মাসিক আল কাউসারনামায১৪ মার্চ, ২১

প্রশ্ন

আমার গলায় বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। নামাযে কিরাত পড়ার সময় কয়েক শব্দ পর পর কেশে গলা পরিষ্কার করে নিতে হয়। আমার জানার বিষয় হল, এত বেশি কাশার কারণে নামায নষ্ট হয় কি না? আর নামায নষ্ট না হলে আমি ইমামতি করলে কোনো সমস্যা আছে কি? দয়া করে জানিয়ে উপকৃত করবেন।

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কেরাত সঠিকভাবে উচ্চারণ করার জন্য ইচ্ছা করে কাশলেও নামায নষ্ট হয় না। তাই প্রশ্নোক্ত ক্ষেত্রে অধিক কাশার কারণে নামায নষ্ট হবে না। তবে যে ব্যক্তির নিয়মিত এমন সমস্যা হয় তার জন্য ইমামতি করা উচিত নয়। কেননা এতে মুসল্লীদের নামাযে একাগ্রতা নষ্ট হতে পারে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সুনানে নাসায়ী, খন্ড: , পৃষ্ঠা: ১২
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৫৩৯
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৬১৯
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ৬৫
  • ফাতাওয়া হিন্দিয়া, খন্ড: , পৃষ্ঠা: ৮৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৪ মার্চ, ২১