নামাজী ব্যক্তির সামনে দিয়ে অতিক্রম করলে করণীয়

মাসিক আল কাউসারনামায৮ মার্চ, ২১

প্রশ্ন

যদি নামাযী ব্যক্তির সামনে কোনো সুতরা না থাকে এবং এ অবস্থায় কেউ অজ্ঞাতসারে তার সামনে দিয়ে অতিক্রম করে তাহলে তার করণীয় কী? সে কি তাকে বাঁধা দিবে, নাকি দিবে না? এক্ষেত্রে কোনটি উত্তম? আর বাঁধা দিলে কীভাবে দিবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাযীর সামনে দিয়ে অতিক্রমকারীকে হাতের ইশারা কিংবা তাসবীহ জোরে পড়ে সতর্ক করা জায়েয আছে। তবে নামাযীর জন্য এ ধরনের কোনো পদক্ষেপ না নেওয়াই শ্রেয়।

উল্লেখ্য, নামাযীর সামনে দিয়ে কারো অতিক্রম করার আশঙ্কা থাকলে সুতরা সামনে রাখা সুন্নত।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সুনানে আবু দাউদ, খন্ড: , পৃষ্ঠা: ১০১
  • আলবাহরুর রায়েক, খন্ড: , পৃষ্ঠা: ১৮
  • হাশিয়া তাহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা: ২০১
  • আলমুহীতুল বুরহানী, খন্ড: , পৃষ্ঠা: ২১৩
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৩৫৫
  • বাদায়েউস সানায়ে, খন্ড: , পৃষ্ঠা: ৫০৯
  • মাজমাউল আনহুর, খন্ড: , পৃষ্ঠা: ১৮৪
  • আদ্দুররুল মুখতার, খন্ড: , পৃষ্ঠা: ৬৩৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ৮ মার্চ, ২১