নামাজরত ব্যক্তির সামনে থেকে উঠে আসা

মাসিক আল কাউসারনামায১৩ মার্চ, ২১

প্রশ্ন

আমরা জানি যে, নামাযীর সামনে দিয়ে যাওয়া নিষেধ। কিন্তু অনেক সময় সালাম ফিরিয়ে পিছনে তাকিয়ে দেখি, আমার সোজা পিছনে একজন নামায আদায় করছে। এমতাবস্থায় আমি তার সামনে থেকে সরে যেতে পারব কি? এক্ষেত্রেও নামাযীর সামনে দিয়ে অতিক্রম করার গুনাহ হবে কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

কেউ যদি নামাযীর বরাবর সামনে থাকে তাহলে সেখান থেকে চলে যাওয়ার সুযোগ আছে। এটা নামাযের সামনে দিয়ে অতিক্রম করার অন্তর্ভুক্ত নয়। তবে বিনা প্রয়োজনে এমন না করা উচিত। কেননা, এতে তার মনোযোগ নষ্ট হতে পারে। আবার কেউ তার সামনে দিয়ে অতিক্রম করারও আশংকা রয়েছে।

- والله اعلم باالصواب -

সূত্র

  • সহীহ ইবনে হিব্বান, খন্ড: , পৃষ্ঠা: ১২৯
  • ইলাউস সুনান, খন্ড: , পৃষ্ঠা: ৮২
  • ফাতহুল বারী, খন্ড: , পৃষ্ঠা: ৬৯৮
  • উমদাতুল ফিকহ, খন্ড: , পৃষ্ঠা: ১৩৫
  • তুহফাতুল আহওয়াযী, খন্ড: , পৃষ্ঠা: ২৫৪
  • রদ্দুল মুহতার, খন্ড: , পৃষ্ঠা: ৬৩৬

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ১৩ মার্চ, ২১