নামাজ শুদ্ধ হওয়ার জন্য কেরাতের পরিমাণ

ফতোয়া আর্কাইভনামায২৫ এপ্রিল, ২১

প্রশ্ন

নামায শুদ্ধ হওয়ার জন্য বড় ১টি আয়াত কি পূর্ণ হতে হবে?নাকি ছোট ৩ আয়াত পরিমাণ হলেই হবে?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নামাজ শুদ্ধ হওয়ার জন্য সূরা ফাতিহার পর ছোট তিন আয়াত বা তার সমপরিমাণ একটি বড় আয়াত তেলাওয়াত করা শর্ত। ছোট তিন আয়াত দ্বারা উদ্দেশ্য- ثُمَّ نَظَرَ ثُمَّ عَبَسَ وَبَسَرَ ثُمَّ اَدْبَرَ وَاسْتَکْبَرَ পরিমাণ আয়াত। (দুররে মুখতার)

সুতরাং প্রশ্নোক্ত উভয় সুরতেই নামাজ সহীহ হবে।

- والله اعلم باالصواب -

আনুষঙ্গিক তথ্য

লিখা: মুফতি আব্দুর রহমান আব্দে রাব্বি

ফতোয়া প্রদানের তারিখ: ২৫ এপ্রিল, ২১