নাবালক সন্তানের টাকা ব্যাবহার করা

মাসিক আল কাউসারবন্ধক আমানত২৭ ফেব, ২১

প্রশ্ন

আমার ছোট ছেলের কিছু টাকা আমার নিকট আছে। যা একটি একাউন্টে রাখা হয়েছে। বর্তমানে তার বয়স ৪। এ মুহূর্তে তার টাকার কোনো জরুরত নেই। কেননা তার সব খরচ আমাদের উপর। এক্ষেত্রে আমার জিজ্ঞাসা হল, আমি তার টাকা ঋণ হিসেবে ব্যবহার করতে পারব কি?

উত্তর

- حامداومصلياومسلما، بسم الله الرحمن الرحيم -

নাবালেগ সন্তানের টাকা পিতার জন্য ঋণ হিসেবে ব্যবহার করা বৈধ। তাই আপনি ঐ ছেলের টাকা ঋণ হিসেবে ব্যবহার করতে পারবেন।

- والله اعلم باالصواب -

সূত্র

  • ফয়যুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৫০
  • ফাতহুল কাদীর, খন্ড: , পৃষ্ঠা: ৪০৫
  • জামিউ আহকামিস সীগার, খন্ড: , পৃষ্ঠা: ২৭৮
  • আলবিনায়াহ, খন্ড: ১১, পৃষ্ঠা: ২৭৭

আনুষঙ্গিক তথ্য

ফতোয়া প্রদানের তারিখ: ২৭ ফেব, ২১